মানুষ নিয়ে ৮৫+ উক্তি ও ক্যাপশন
মানুষ নামক এই একটি শব্দই যথেষ্ট কোটি কোটি রকম চরিত্র, আচরণ ও অনুভূতির গল্প বোঝাতে। আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন বিশেষণে ভূষিত করি। যেমন কেউ ভালো, কেউ খারাপ; কেউ সহানুভূতিশীল, কেউ নির্মম; কেউ আপন, আবার কেউ ভীষণ অপরিচিত। মানুষ নিয়ে ভাবলে জন্ম নেয় অসংখ্য অনুভব, প্রশ্ন এবং উপলব্ধি। এই উপলব্ধিগুলো থেকেই বিখ্যার কবি ও লেখকেরা করেছেন…