৭০+ সমাজ নিয়ে উক্তি ও ক্যাপশন

সমাজ হলো মানুষের সম্মিলিত জীবনযাত্রার প্রতিচ্ছবি, যেখানে মূল্যবোধ, নিয়ম, সংস্কৃতি ও সম্পর্ক একত্রে গড়ে তোলে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো।

সমাজ নিয়ে জনপ্রিয় উক্তিগুলোতে আমরা দেখি মানবিকতা, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব এবং পরিবর্তনের আহ্বান। অনেক মনীষী বলেছেন, সমাজ যেমন মানুষকে গড়ে তোলে, তেমনি মানুষও সমাজকে নির্মাণ করে।

তাই প্রতিটি কর্ম, প্রতিটি শব্দ সমাজে প্রভাব ফেলে। এই উক্তিগুলো মানুষকে সচেতন করে তোলে দায়িত্ব, অধিকার এবং কর্তব্য সম্পর্কে।

সমাজ নিয়ে উক্তিগুলো শুধু চিন্তার খোরাক নয়, এগুলো ভবিষ্যতের জন্যও দিকনির্দেশনা। কারণ, সচেতন নাগরিকই গড়ে তোলে প্রগতিশীল সমাজ।


প্রতিটি অনন্য সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো বেদনা। পৃথিবীকে কাঁদতেই হয়, যেনো সবচেয়ে সাধারণ ফুলটাও ফুটে উঠতে পারে।Oscar Wilde
The Picture of Dorian Gray
সবসময় বন্ধুভাবাপন্ন থেকো, সদয় থেকো, যেমনটা সবচেয়ে সুন্দর ফুল হয়।Debasish Mridha
তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, তবে একবারই যথেষ্ট।মে ওয়েস্ট
আমরা সবাই মানুষ, তাই না? প্রতিটি মানুষের জীবন সমান মূল্যবান এবং বাঁচিয়ে রাখার যোগ্য।J.K. Rowling
আমার অভিজ্ঞতা বলে জীবন কোনো নির্দিষ্ট ঘরানায় বাঁধা নয়; এটি ভীতিকর, রোমান্টিক, করুণ, হাস্যকর, সায়েন্স ফিকশন, কাউবয়, গোয়েন্দা উপন্যাসের একত্রিত রূপ। ভাগ্য ভালো থাকলে মাঝে মাঝে একটু পর্নও পেয়ে যেতে পারো।Alan Moore
মিথ্যে দিয়ে সান্ত্বনা পাওয়ার চেয়ে, সত্যে আঘাত পাওয়া অনেক ভালো।Khaled Hosseini
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না। আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মতো - স্বাদহীন। সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে। যারা ডিসটিল্ড ওয়াটার নয় - কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো।হুমায়ূন আহমেদ
প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত কিছু গোপন কষ্ট থাকে, যা আর কেউ জানে না। অনেক সময় আমরা কাউকে নিরুত্তাপ স্বভাবের ভাবি, অথচ সে হয়তো শুধুই দুঃখী।Henry Wadsworth Longfellow
তুমি অন্যের হাসির কারন হইয়ো। হইয়ো সেই জন যার জন্য মানুষ ভালোবাসা অনুভব করবে এবং মনুষ্যত্বে আস্থা রাখবে।Roy T. Bennett
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো জীবন উপভোগ করা— সুখী হওয়া— সেটাই আসল।Audrey Hepburn
সুখ কোনো হঠাৎ পাওয়া পুরস্কার নয়, আর কোনো বড়ো কিছু একসাথে পাওয়াও নয়; বরং এটি ধৈর্য নিয়ে কাজ করে যাওয়া আর প্রতিদিন নতুন করে খুঁজে পাওয়ার একটি প্রক্রিয়া।Erik Pevernagie
টাকা দিয়ে পাওয়া যায় না এমন ১৫টি জিনিস হচ্ছে: সময়, সুখ, আত্মার শান্তি, সততা, ভালোবাসা, চরিত্র, ভদ্রতা, স্বাস্থ্য, সম্মান, নৈতিকতা, বিশ্বাস, ধৈর্য, রুচিশীলতা, সাধারণ বুদ্ধি ও আত্মমর্যাদা।Roy T. Bennett
এখনকার জীবনের সবচেয়ে দুঃখজনক দিক হলো—বিজ্ঞান জ্ঞান অর্জন করছে অনেক দ্রুত, কিন্তু সমাজ তার প্রজ্ঞা অর্জনে অনেক পিছিয়ে।Isaac Asimov
তুমি কখনোই অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু সব সময় সিদ্ধান্ত নিতে পারো কীভাবে উত্তর দেবে।Roy T. Bennett
যখন শত্রুকে বন্ধু বানাই, তখন কি তাকে ধ্বংস করি না?Abraham Lincoln
সবচেয়ে দুঃখজনক শব্দ: “এটা যদি হতো…”John Greenleaf Whittier
মানব জীবন শুধু এক অনুভব
অনুভবে আসে জীবনের স্বার্থকতা –
শুধু রসেবশে নয় ধনেজনে নয়
বাঁচার সুখ নয় বাধা হীন বিলাসিতা।
অমরেন্দ্র সেন
নিজের জন্য যা করবে তা তোমার সঙ্গেই চলে যাবে, কিন্তু অন্যদের জন্য যা করবে সেটাই তোমার পরিচয় হয়ে রয়ে যাবে।Kalu Ndukwe Kalu
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।হুমায়ূন আহমেদ
দরজার ওপাশে
দিনকাল পাল্টে গেছে, এখন আর মানুষ আগের মতো নাই। মওলানা ধরনের মানুষের দিকে এখন আর আগের মতো ভয়-মিশ্রিত শ্রদ্ধার চোখে কেউ তাকায় না। মওলানাও যে বিবেচনায় রাখার মতো একজন, কেউ তাও বোধহয় মনে করে না। ছল্টুফল্টু ভাবে।হুমায়ূন আহমেদ
এই মেঘ, রৌদ্রছায়া
হাতে মশাল থাকলেই আগুন জ্বালাতে ইচ্ছা করে। হাতে তলোয়ার থাকলে কোপ বসাতে ইচ্ছা করে। বন্দুক থাকলে ইচ্ছা করে গুলি করতে। মানবচরিত্র বড়ই অদ্ভুত! আচ্ছা কারোর হাতভর্তি ফুল দিয়ে দিলে সে কী করবে? ফুল বিলাতে শুরু করবে?হুমায়ূন আহমেদ
আমি যত বেশি দেখি, নিশ্চিতভাবেই তত কম জানি।John Lennon
আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
তুমি কী করছো, তোমার পরিচয় কী, কোথায় আছো, বা কী আছে তোমার, এসব তোমাকে সুখী বা দুঃখী করে না। বরং তুমি এসব সম্পর্কে কী ভাবছো সেটাই আসল।Dale Carnegie
একজন ব্যক্তির চরিত্র যাচাই করতে হলে দেখো সে ঐ সব ব্যক্তিদের সাথে কেমন ব্যবহার করে যারা তাকে কোনো উপকার করতে পারে না এবং যারা প্রতিরোধ করতে পারে না।Abigail Van Buren
তুমি আমার জীবনকে বিচার করার কে? আমি জানি আমি নিখুঁত নই, আর হবার চেষ্টাও করি না। কিন্তু আঙ্গুল তোলার আগে নিশ্চিত হয়ে নিয়ো যে তোমার হাতগুলো পরিষ্কার।Bob Marley
তোমার স্বপ্নের জীবন বাঁচো: অন্যদের প্রত্যাশা ও মতামতের বদলে, নিজের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য অনুসারে সাহস করে সেই জীবন বেছে নাও, যা তুমি সত্যিকারে চাও।Roy T. Bennett
তোমার যা ভালো লাগে, সেটাই করে যাও। সফলতার পেছনে ছুটো না, অন্যের সঙ্গে তুলনাও করো না। সব ফুলের ফোটার সময় আলাদা। নিজের পছন্দের কাজটাই নিখুঁতভাবে করো। মানুষ একদিন দেখবেই তুমি কিসে সেরা। আর যদি সত্যিই ভালো হও, সফলতাই তোমার পেছনে ছুটে আসবে।Suzy Kassem
Rise Up and Salute the Sun: The Writings of Suzy Kassem
আমি নিশ্চিত মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের অভাব নেই। শুধু তারা এতটাই বুদ্ধিমান যে এখানে আসেনি।Arthur C. Clarke
যদি তুমি কাউকে বা কিছু ভুলতে চাও, তাহলে কখনো ঘৃণা কোরো না। কারণ যা কিছু তুমি ঘৃণা করো, তা চিরকাল তোমার হৃদয়ে গেঁথে যায়। ভুলে যেতে চাইলে, তোমাকে ক্ষমা করতেই হবে।C. JoyBell C.
শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না। তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন শিকল। শিকল ভাঙ্গতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে। ভাবে মুক্তি পাওয়া গেল। দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়।হুমায়ূন আহমেদ
মৃন্ময়ী
মন থেকে যেটা ইচ্ছে হয় সেটাই করো, নিজের ভেতরের আওয়াজ শোনো, মানুষ কী বলবে সেটা নিয়ে ভেবো না।Roy T. Bennett
আমরা সেই ভালোবাসাকেই গ্রহণ করি যেটা আমরা প্রাপ্য মনে করি।Stephen Chbosky
কেও কারও মত হতে পারে না। সবাই হয় তার নিজের মত। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মত হতে পারবে না। সব মানুষই আলাদা।হুমায়ূন আহমেদ
অপেক্ষা
পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায়- Conservation of আনন্দ। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।হুমায়ূন আহমেদ
আজ হিমুর বিয়ে
শামসুর রাহমানকে একটি অভিনেত্রীর সাথে টিভিতে দেখা গেছে। শামসুর রাহমান বোঝেন না কার সঙ্গে পর্দায়, আর কার সঙ্গে শয্যায় যেতে হয়।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
আজকাল আমার সাথে কেউ একমত হ'লে নিজের সম্বন্ধে গভীর সন্দেহ জাগে — মনে হয় আমি সম্ভবত সত্যভ্রষ্ট হয়েছি, বা নিম্নমাঝারি হয়ে গেছি।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
আমি ঠিক নিশ্চিত না আমি নিজে আসলেই আছি কি না। আমি হচ্ছি সেই সব লেখক যাদের আমি পড়েছি, সেই মানুষগুলো যাদের আমি পেয়েছি, যেসব নারীকে ভালোবেসেছি, আর সেই সব শহর যেগুলো আমি ঘুরে দেখেছি।Jorge Luis Borges
সচেতন হও। কৃতজ্ঞ হও। ইতিবাচক হও। সত্যবাদী হও। সদয় হও।Roy T. Bennett
উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। অনেকেরই আজকাল ওপরের দিকে পতন ঘটছে।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
আমি জানি আমি প্রকৃতিগতভাবে নশ্বর এবং ক্ষণস্থায়ী; কিন্তু যখন আমি আনন্দের সাথে স্বর্গীয় বস্তুগুলির চলাচল অনুসরণ করি, তখন আমি আর মাটিতে পা রাখতে পারি না: আমি যেন নিজেই জিউসের উপস্থিতিতে দাঁড়িয়ে অমৃত পান করি।Ptolemy
শুধু শিখো না, অভিজ্ঞতা নাও।
শুধু পড়ো না, আত্মস্থ করো।
শুধু বদলিও না, রূপান্তরিত হও।
শুধু সম্পর্ক গড়ো না, পক্ষ নাও।
শুধু প্রতিশ্রুতি দিও না, প্রমাণ দাও।
শুধু সমালোচনা করো না, উৎসাহ দাও।
শুধু ভেবো না, গভীরভাবে চিন্তা করো।
শুধু নিও না, দাও।
শুধু দেখো না, অনুভব করো।
শুধু স্বপ্ন দেখো না, বাস্তবায়ন করো।
শুধু শুনো না, মন দিয়ে শোনো।
শুধু বলো না, কাজ করো।
শুধু বর্ননা করো না, দেখাও।
শুধু বেঁচে থেকো না, জীবনটা উপভোগ করো।
Roy T. Bennett
অন্ধকার দিয়ে অন্ধকার দূর হয় না, সেটার জন্য দরকার আলো। ঘৃণার মোকাবিলা ঘৃণায় হয় না, সেটা করতে পারে শুধু ভালোবাসা।Martin Luther King Jr.
পুরো পৃথিবী তৈরি বিশ্বাস, আস্থা আর এক চিমটি জাদুর ধুলা দিয়ে।J.M. Barrie
মৃত্যুকে ভয় পেও না; ভয় পাও জীবনের অপূর্ণতায়। তোমাকে চিরকাল বাঁচতে হবে না, শুধু সত্যিকার অর্থে বাঁচতে হবে।Natalie Babbitt
আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল?হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
মানুষ কখনো কখনো সুন্দর হয়। চেহারায় নয়। কথায় নয়। শুধু তারা যেমন, তাতেই।Markus Zusak
জীবনকে খুব সিরিয়াসলি নিও না। প্রয়োজনে ওকে ঘুষি মারো। হেসেই উড়িয়ে দাও।Colleen Hoover
এই সৌরমন্ডলের
এই পৃথিবীর এক কীর্তনখোলা নদীর পাড়ে
যে-শিশুর জন্ম।
দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন
যে-কিশোরের।
জ্যোৎস্না যাকে প্লাবিত করে।
বনভূমি যাকে দুর্বিনীত করে।
নদীর জোয়াড় যাকে ডাকে নশার ডাকের মতো ।
অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল
গোলাম বানানোর শিক্ষাযন্ত্র।
অথচ যার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে
এক হৃদয়হীন ধর্মের আচার।
অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ইশতেহার
ভিন্ন হও। মৌলিক হও। হাজারটা একরঙা হলুদ ফুলের ভিড়ে কেউ একটি নির্দিষ্ট ফুলকে মনে রাখে না, কিন্তু যেটি নিজের রঙ বদলে বেগুনি হয়ে ওঠে, তাকেই মনে রাখা হয়।Suzy Kassem
Rise Up and Salute the Sun
মানুষকে ঘৃণা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদন্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে। ভবিষ্যতেও হয়তো হবে।হুমায়ূন আহমেদ
সম্রাট
ভালোবাসার বিপরীত ঘৃণা নয়, উদাসীনতা। শিল্পের বিপরীত কদর্যতা নয়, উদাসীনতা। বিশ্বাসের বিপরীত কুসংস্কার নয়, উদাসীনতা। আর জীবনের বিপরীত মৃত্যু নয়, উদাসীনতা।Elie Wiesel
নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যতটা ভাবো তার চেয়েও সাহসী, যতটা জানো তার চেয়েও মেধাবী, এবং যতটা কল্পনা করো তার চেয়েও বেশি সক্ষম।Roy T. Bennett
অজুহাত না খুঁজে নিজেকে ভালো করো। খ্যাতি নয়, খোঁজো শ্রদ্ধা।Roy T. Bennett
সবকিছু বদলায়। বন্ধুরাও চলে যায়। কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না।Stephen Chbosky
একটা জিনিসের সঙ্গে মানুষ কখনোই মানিয়ে নিতে পারে না, কারো চলে যাওয়াটা। যখনই মনে হয় তুমি মানিয়ে নিয়েছো, তখনই কেউ আবার সেটা মনে করিয়ে দেয়, আর সেই শূন্যতা আবার নতুন করে আঘাত করে।Sarah Dessen
সবার প্রতি ভালোবাসা রাখো, অল্প কজনকে বিশ্বাস করো। কারো ক্ষতি করো না। শত্রুর মোকাবিলা করো শক্তিতে, কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রিয়জনকে নিজের জীবনের গোপন চাবিতে তালাবদ্ধ করে রাখো। কথা না বলায় যেন তোমার নিন্দা হয়, কিন্তু অযথা কথা বলায় নয়।William Shakespeare
অনেক সময় মানুষ শুধু পাশে থাকলেই সাহায্য হয়ে যায়, কোনো কিছু না বলেও।Ahmed Khaled Tawfik
মানুষের সৌন্দর্য আশেপাশের সবকিছু নিয়ে। মানুষ কখনো একা একা সুন্দর হয় না।হুমায়ূন আহমেদ
কবি
না চাইতেই যা পাওয়া যায় তা তো সব সময়ই মূল্যহীন।হুমায়ূন আহমেদ
অচিনপুর
পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে সে নিজে বেঁচে আছে।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
যেমন বসন্তে ফুল ফোটে, তেমনি মননশীলতায় জন্মায় সহমর্মিতা।Amit Ray
Meditation: Insights and Inspirations
বাঙ্গালীকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না- আকাশ থেকে থুথু ফেলা শুরু করে।হুমায়ূন আহমেদ
কুটু মিয়া
সবার সঙ্গে ভদ্র আর সদয় ব্যবহার করো, কারণ তারা যেমনই হোক, তুমি নিজে ভালো মানুষ।Roy T. Bennett
এটা কতটা চমৎকার যে, কেউ এক মুহূর্তও অপেক্ষা না করেই পৃথিবীকে বদলাতে শুরু করতে পারে।Anne Frank
রাগ, অনুশোচনা, দুশ্চিন্তা আর ঘৃণায় সময় নষ্ট কোরো না। জীবন খুব ছোট—অখুশি থাকার জন্য নয়।Roy T. Bennett
পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।হুমায়ূন আহমেদ
সত্য কথাগুলো সব সময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মত।হুমায়ূন আহমেদ
মানুষ জন্ম থেকেই ভালো বা খারাপ হয় না। হয়তো কারও মধ্যে কিছু প্রবণতা থাকে, কিন্তু শেষ পর্যন্ত জীবন কীভাবে কাটাচ্ছো সেটাই সবচেয়ে জরুরি।Cassandra Clare
সফলতা মানে শুধু উপরে ওঠা নয়, বরং তুমি পৃথিবীতে কতটা ইতিবাচক প্রভাব ফেলো সেটাও।Roy T. Bennett
বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতা-পাতা আত্মীয়দের দেখা যায়। সামাজিক মেলামেশা হয়। আন্তরিক আলাপ আলোচনা হয়।হুমায়ূন আহমেদ
একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা
নিজেকে ব্যাখ্যা করে সময় নষ্ট কোরো নাঃ মানুষ শুধু সেই কথাই শোনে, যা তারা শুনতে চায়।Paulo Coelho
যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে আসা আর কখনই না যাওয়ার মধ্যে পার্থক্য আছে।Terry Pratchett
যদি দুনিয়া কেবল মোহময় হতো, তাহলে সহজ হতো। যদি কেবল কঠিন হতো, সেটাও সমস্যা হতো না। কিন্তু আমি সকালে উঠার পরে একদিকে দুনিয়া বদলানোর ইচ্ছা হয়, আর অন্যদিকে সেটা উপভোগ করার তীব্র আকাঙ্ক্ষা আসে। তখনই সারাদিনের পরিকল্পনা করাটা কঠিন হয়ে যায়।E.B. White
নিজের বিশ্বাসে অটল থাকো, এমনকি যদি তুমি একাও হও।Roy T. Bennett
বেশি হাসি, কম দুশ্চিন্তা।
বেশি সহানুভূতি, কম বিচার।
বেশি আশীর্বাদ, কম চাপ।
বেশি ভালোবাসা, কম ঘৃণা।
Roy T. Bennett
জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। অনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
শত প্রতিকূলতার মাঝেও যে ফুল ফোটে, সেটিই সবচেয়ে দুর্লভ এবং সুন্দর।Walt Disney Company
একটা ছোট্ট সদয় আচরণও কারো জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে।Roy T. Bennett
এই জীবন কঠিন, তবে তুমি যদি বোকা হও, তাহলে আরও কঠিন।George V. Higgins
বন্ধুত্ব তখনই গাঢ় হয় যখন কেউ কাউকে চিনে না।হুমায়ূন আহমেদ
হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টু ভাই
যখন আমরা অন্যের ভেতরে ভালোটুকু দেখতে শিখি, তখন জীবন আরও সহজ আর সুন্দর হয়ে ওঠে।Roy T. Bennett
মহামতি সলোমনের নাকি তিন শো পত্নী, আর সাত হাজার উপপত্নী ছিলো। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
সরলতা, ধৈর্য, সহানুভূতি—এই তিনটি তোমার শ্রেষ্ঠ সম্পদ।
চিন্তা ও কাজে সরল হলে তুমি ফিরে যাবে অস্তিত্বের মূল উৎসে।
বন্ধু বা শত্রু, সবার সাথেই ধৈর্যশীল হও, সহজে বাস্তবতাকে গ্রহন করতে পারবে।
নিজের প্রতি সহানুভূতিশীল হও, বিশ্বের সকল প্রাণের সঙ্গে মিলে থাকতে পারবে।
Lao Tzu
তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি ঘৃণা, ভালোবাসা এমনকি তিক্ততাও ধরে রাখতে পারো, কিন্তু দোষারোপটা ছেড়ে দিতে হবে। দোষারোপ করাটাই তোমাকে ভেতর থেকে ধ্বংস করছে, প্রিয়।Colleen Hoover
“মিনিষ্টার’ শব্দের মূল অর্থ ভৃত্য। বাঙলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে।হুমায়ূন আজাদ
প্রবচনগুচ্ছ
যদি বোকারা উড়তে পারত, তাহলে আকাশটা একটা বিমানবন্দর হয়ে যেতো।Laura Davenport
ফুলটি উত্তর দিল: বোকা! তুমি কি ভাবো আমি শুধু লোক দেখানোর জন্য ফুটে উঠি? আমি নিজের আনন্দে ফুটি, নিজের অস্তিত্বের খুশিতে, কাউকে দেখানোর জন্যে জন্য না।Irvin Yalom
দুইটি সম্ভাবনা আছে: হয় আমরা এই মহাবিশ্বে একা, অথবা না। দুইটাই সমান ভয়ের।Arthur C. Clarke
মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে। কিন্তু সে যখন কাঁদে, তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় একা একা।হুমায়ূন আহমেদ
তোমাকে
মানুষ একেবারে শয়তানও না বা একেবারে ফেরেশতাও না। তারা বাবুর্চির বানানো সালাদের মতো, যেখানে ভালো-মন্দ মিশে থাকে এক অদ্ভুত বিভ্রান্তির মধ্যে।Lemony Snicket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *